বাংলাদেশে জমির মালিকানা নিশ্চিত করতে নতুন ডিজিটাল জরিপ (BDS – Bangladesh Digital Survey) কার্যক্রম চলমান। অনেকের দলিল থাকলেও খতিয়ানে নাম না থাকায় সরকারি রেকর্ডে মালিক হিসেবে স্বীকৃতি পাননি। এবার সেই সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত গাইড। যেসব জমির মালিকের দলিল আছে কিন্তু রেকর্ড নেই, তারা নতুন জরিপে নিজের নামে নাম তুলতে পারবেন। তবে শুধু দলিল থাকলেই হবে না, মালিকানা আইনি প্রমাণ দিয়ে জরিপ টিমকে দেখাতে হবে। ১. দলিল থাকা মানে কী?দলিল হলো জমি কেনা বা প্রাপ্তির প্রমাণ (বিক্রয়, উপহার বা দান দলিল)। কিন্তু যদি খতিয়ানে নাম আপডেট না থাকে, সরকারি নথিতে মালিক হিসেবে স্বীকৃতি মেলে না। তাই রেকর্ড সংশোধন বা নতুন নামে এন্ট্রি করানো জরুরি। ২. নতুন জরিপে রেকর্ড কিভাবে হবে?মাঠে জরিপকারী আসার সময়: খাজনার রসিদ, নামজারি কপি, দখলের প্রমাণ (চাষাবাদ,...