মানব ত্বকের মতো আচরণ করতে সক্ষম এক নতুন ‘সুপারস্কিন’ হাইড্রোজেল উদ্ভাবন করেছেন আল্টো ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব বায়রয়থ–এর গবেষকরা। পরীক্ষাগারে এই বিপ্লবী পদার্থ মাত্র ৪ ঘণ্টায় ৯০% ক্ষত সারিয়ে তোলে এবং ২৪ ঘণ্টার মধ্যেই পুরোপুরি নিরাময় করে—তা-ও কোনো দাগ বা সেলাই ছাড়াই! এই সুপারস্কিন প্রযুক্তির অন্যতম বৈশিষ্ট্য হলো—এটি হালকা, প্রসারিতযোগ্য এবং শরীরের নড়াচড়ার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। ফলে এটি প্রচলিত ব্যান্ডেজ বা ক্ষত চিকিৎসার চেয়ে অনেক বেশি উন্নত ও কার্যকর। গবেষকদের মতে, এই হাইড্রোজেল তৈরি হয়েছে ক্লে ন্যানোশিট ও পলিমার নেটওয়ার্ক ব্যবহার করে, যা একে অসাধারণ স্থিতিস্থাপকতা ও পুনর্গঠন ক্ষমতা দেয়। শুধু ক্ষত সারানো নয়, এই প্রযুক্তি ভবিষ্যতে পোড়া রোগীর চিকিৎসা, উন্নত ব্যান্ডেজ, কৃত্রিম অঙ্গ (প্রস্থেটিক) এবং এমনকি সফট রোবোটিকস–এর ক্ষেত্রেও বিপ্লব ঘটাতে...