যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৯ অক্টোবর) বলেছেন, গাজার জিম্মিদের সোমবার বা মঙ্গলবার মুক্তি দেওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেছেন যে মিশরে শান্তি চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হবেন এবং ইসরাইলের কনেসেটে ভাষণ দেবেন। ট্রাম্প হোয়াইট হাউসের একটি ক্যাবিনেট বৈঠকে বুধবারে আলোচিত চুক্তি নিয়ে আলোচনা করেন। চুক্তি অনুযায়ী হামাসের হাতে আটক জিম্মিরা গাজার বৃহত্তর পরিকল্পনার প্রথম ধাপে মুক্তি পাবে। ট্রাম্প বিশ্বাস প্রকাশ করেন, এই পদক্ষেপ “স্থায়ী শান্তি” প্রতিষ্ঠার দিকে এগোবে। ট্রাম্প বলেন, গাজার পুনর্গঠন ধাপে ধাপে করা হবে। তিনি বিস্তারিত জানাতে ব্যর্থ হন, তবে উল্লেখ করেন, “আমরা এমন কিছু তৈরি করতে যাচ্ছি যেখানে মানুষ বসবাস করতে পারবে। এখন গাজায় বসবাস সম্ভব নয়।” হামাস আশা করা হচ্ছে, যুদ্ধবিরতির ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ২০ জন জিম্মিকে একসাথে মুক্তি দেবে। ট্রাম্প বলেন,“আমরা মঙ্গলবার –...