আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তান বিমানবাহিনীর চালানো এক লক্ষ্যভিত্তিক হামলায় পাকিস্তান তেহরিক-ই-তালিবানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার। বৃহস্পতিবার দিবাগত রাতে কাবুলে এ বিমান হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, নির্ভুলভাবে পরিচালিত এই হামলায় নূর ওয়ালি মেসুদের গাড়ি সরাসরি টার্গেট করা হয়। এতে তার সঙ্গে থাকা টিটিপির শীর্ষস্থানীয় নেতা ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজন সহযোগীও নিহত হন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহকে সংগঠনটির পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে স্থানীয় সূত্র বলছে, তিনি আহত হয়েছেন, নিহত নন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় গাড়িতে ছিলেন নূর ওয়ালি মেসুদ। তারা পরপর দুটি প্রবল বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং এরপর আকাশে পাকিস্তানি বিমান চক্কর দিতে দেখেছেন। এতে রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে (পূর্বে...