ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একক প্রার্থী বাছাইয়ে কাজ করছে বিএনপি। তফশিলের আগেই ৩০০ আসনের মধ্যে অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘সবুজ সংকেত’ দিতে চায় দলটি। বিএনপির তৃণমূল নেতাদের শঙ্কা, দ্রুত আসনভিত্তিক একক প্রার্থীকে ‘সবুজ সংকেত’ না দিলে অনেক জায়গায় দ্বন্দ্ব-গ্রুপিং বাড়তে পারে। নেতাদের মতে, বেশির ভাগ আসনে একাধিক প্রার্থী থাকায় নেতাকর্মীরাও দ্বিধাবিভক্ত হয়ে পড়ছেন। এমন আসনও আছে, যেখানে বাবা-ছেলে এবং ভাই-বোন আলাদাভাবে গণসংযোগ করছেন। এ অবস্থায় এখনই প্রতি আসনে একক প্রার্থী নির্বাচনি মাঠে নামাতে পারলে বিবাদ-গ্রুপিং এড়ানো যাবে। তাই যত দ্রুত দল থেকে একক প্রার্থীকে ‘সবুজ সংকেত’ দেওয়া হবে, তৃণমূলের নেতাকর্মীরা ততই বেশি সুসংগঠিতভাবে নির্বাচনি মাঠে নামতে পারবেন। অন্তত ২৫টি নির্বাচনি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এবং ১০টি জেলার শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে...