‘পৃথিবীতে আমার কোনও ওয়ারিশ নেই’—জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও দলের চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক রাজনৈতিক উপদেষ্টা ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীর এমন একটি স্ট্যাটাস ঘিরে গাইবান্ধায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন— ‘আমি দিলারা খন্দকার (ব্যারিস্টার অ্যাট ল’), মাতা মৃত স্বপ্না খন্দকার, পিতা মৃত খন্দকার ওসমান গনি দুলু। পৃথিবীতে আমার কোনও ওয়ারিশ নেই। আমার মৃত্যুর পর যা কিছু সম্পদ আছে, তার ওছিয়তনামা করে রেখেছি। আমার কবর হবে ‘Barrister’s House’-এর পূর্ব পাশে।’ তিনি আরও লেখেন, ‘বিঃ দ্রঃ আমার মৃত্যুর পর আমার ভাই আবু বকর সিদ্দিক পলাশ আমাকে স্পর্শ করতে পারবে না, দাফনে অংশ নিতে পারবে না, কবরে মাটি দিতে পারবে না।’ তার এই স্ট্যাটাস মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ...