ইরান–ইসরাইলের শত্রুতা মধ্যপ্রাচ্যের এক পুরোনো অধ্যায়। কিন্তু এবার যে তথ্য সামনে এসেছে, তা রীতিমতো অবাক করা। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে ইরান–ইসরাইল যুদ্ধের পর্দার আড়ালের ভয়ঙ্কর কিছু তথ্য, যা শুধু মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিই নয়, বরং ইউরোপীয় কূটনীতিতেও তোলপাড় ফেলেছে। মাত্র ১২ দিনের এই যুদ্ধে প্রাণ হারিয়েছিল এক হাজারেরও বেশি সামরিক ও বেসামরিক মানুষ। বিশ্লেষকদের মতে, সংঘাতটি বন্ধ না হলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও তৈরি হতে পারত। দীর্ঘদিনের এই দুই শত্রু রাষ্ট্রের যুদ্ধে যুক্তরাষ্ট্রও সরাসরি জড়িয়ে পড়ে। ইসরাইলের পক্ষে থেকে ইরানে হামলা চালায় ওয়াশিংটন—এ তথ্য সবারই জানা। তবে এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে ইরানি সংবাদমাধ্যম‘তেহরান টাইমস’। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে ইসরাইলের পক্ষে যুদ্ধ করেছিল জার্মান সেনারা। দুই দেশের এক গোপন সামরিক চুক্তির অধীনে এই অভিযান...