ট্রাম্প বলেন, গাজা চুক্তি ঘোষণার পর বিশ্বের নানা দেশ ঐক্যবদ্ধ হয়েছে। এটা অবিশ্বাস্য। আমি এমন কিছু কখনও দেখিনি। এটি ইসরায়েলের জন্য দারুণ একটি মুহূর্ত। তিনি আরও যোগ করেন, “আমি নেতানিয়াহুকে বলেছিলাম ইসরায়েল পুরো বিশ্বের সঙ্গে যুদ্ধ করতে পারে না, আর সে বিষয়টি তিনি খুব ভালো করেই বোঝেন। সবকিছু যেভাবে একত্রে এসেছে, তা সত্যিই বিস্ময়কর।” ট্রাম্প গাজা চুক্তির কৃতিত্ব দিয়েছেন ‘একগুচ্ছ পরিস্থিতি ও কিছুটা সৌভাগ্যের মিলনকে’। তিনি বলেন, “ইরানের পারমাণবিক সক্ষমতা ঠেকাতে নানা পদক্ষেপের মধ্য দিয়েই এই চুক্তির ভিত্তি তৈরি হয়েছে। অনেক মেধাবী মানুষ এতে কাজ করেছে, তবে কিছুটা সৌভাগ্যও কাজ করেছে কারণ জীবনে সৌভাগ্যও একটি বাস্তব বিষয়।” ট্রাম্প আরও জানান, “এই চুক্তি সম্পন্ন করতে আরব দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এমন অনেক দেশ এতে যুক্ত হয়েছে, যাদের আপনি কল্পনাও করতেন না।...