বিশ্ব অর্থনীতি এখন “ডেটা-চালিত যুগে” প্রবেশ করেছে, যেখানে সিদ্ধান্ত নিচ্ছে মানুষ নয়, অ্যালগরিদম। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) শুধু প্রযুক্তি নয়, এটি এখন মানবজীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলছে। PwC-এর ২০২৪ সালের রিপোর্ট বলছে, ২০৩০ সালের মধ্যে AI বিশ্ব অর্থনীতিতে যোগ করবে প্রায় ১৫.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা যুক্তরাষ্ট্র ও চীনের সম্মিলিত বার্ষিক GDP বৃদ্ধির সমান। এই বিপ্লব থেকে বাংলাদেশও বাদ যাবে না-বরং দেশের শিক্ষা, কর্মসংস্থান, প্রশাসন ও শিল্পখাতের ভবিষ্যৎ এখন AI-এর ওপর নির্ভর করছে। বাংলাদেশে বর্তমানে প্রায় ৭ কোটি কর্মক্ষম মানুষ, এর মধ্যে প্রায় ৪০% অদক্ষ বা অর্ধদক্ষ কর্মী। ILO Bangladesh (২০২৪) জানায়, যদি AI সঠিকভাবে প্রয়োগ করা যায়, তবে উৎপাদনশীলতা ৩০% পর্যন্ত বাড়তে পারে। কিন্তু এর জন্য প্রয়োজন দক্ষ মানবসম্পদ, নৈতিক নীতিমালা ও শক্তিশালী ডেটা সুরক্ষা ব্যবস্থা-যেগুলো এখনো প্রাথমিক পর্যায়ে। বাংলাদেশের...