গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রয়োজনীয় সব প্রস্তুতি শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়ার পরপরই আইডিএফ-এর পক্ষ থেকে এ বার্তা আসে। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যমআল জাজিরা-র এক প্রতিবেদনে বলা হয়, হামাসের সঙ্গে জিম্মি-যুদ্ধবিরতি সমঝোতা চুক্তির অংশ হিসেবে ইতোমধ্যে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানায়, রাজনৈতিক কর্তৃপক্ষের নির্দেশনা এবং পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে তারা চুক্তি বাস্তবায়নের জন্য অপারেশনাল প্রস্তুতি শুরু করেছে। এই প্রস্তুতির অংশ হিসেবে তারা মোতায়েন লাইনগুলোতে সেনা স্থানান্তরের পরিকল্পনা নিচ্ছে। তবে আইডিএফ আরও জানায়, বাহিনী এখনো সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন রয়েছে এবং যেকোনো অপারেশনাল পরিস্থিতির জন্য প্রস্তুত। এর আগে মার্কিন প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্পনিজের সামাজিক যোগাযোগমাধ্যম‘সোশ্যাল ট্রুথ’-এ ঘোষণা দেন যে ইসরায়েল ও...