বিমানের ফ্লাইটে ঘুষি মেরে মনিটর ভেঙে দেওয়ার অপরাধে ১১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ওসমানী বিমানবন্দরে এ ঘটনা ঘটে। লন্ডন থেকে সিলেটগামী বিমানের বিজি (বিজি ২০১) ফ্লাইটে যাত্রী মো. শওকত আলী মদ্যপ ছিলেন। বিমানের মনিটর ভাঙা ছাড়াও বিমানের নারী ক্রুদের সাথেও দুর্ব্যবহার করার অভিযোগ তার বিরুদ্ধে। এসব অভিযোগে শওকতকে ১১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিমানের একটি সূত্র জানিয়েছে, লন্ডন থেকে সিলেটগামী বিমানের বিজি (বিজি ২০১) ফ্লাইটে ফিরছিলেন শওকত নামের ওই যুবক। তিনি মদ্যপ ছিলেন। তার আসন নং ছিল ২৭-এ। জানা গেছে, তিনি অন্যান্য সহযাত্রীদের সাথে দুর্ব্যবহার শুরু করেন। গালিগালাজের একপর্যায়ে তিনি মারমুখী আচরণ শুরু করেন। তখন বিমানের লোকজন দড়ি দিয়ে তাকে নিজের আসনের সাথে বেঁধে রাখেন। এরপর থেকে তিনি ক্রুদের, বিশেষ করে নারী...