পটুয়াখালীর এক হাজার ৩২০ মেগাওয়াটের পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে কয়লা পরিবহন ও লাইটারিং পরিষেবার দরপত্রে বিতর্কিত একটি কোম্পানি সর্বনিম্ন দরদাতা হওয়ায় নানা বিতর্ক দেখা দিয়েছে। জানা গেছে, এসএইইটি-সিনোট্রান্স জেভি নামক একটি যৌথ কোম্পানির দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে বিতর্কিত সাউথ এশিয়া এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কোম্পানি লিমিটেডের (এসএইইটি) নাম তালিকায় সবার ওপরে থাকার বিষয়টি বিতর্ক তৈরি হয়েছে।যা পলাতক হাসিনা সরকারের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুরই পাতানো ফাঁদ এবং বাংলাদেশ প্রকিউরমেন্ট অ্যাক্টের বিরোধী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাউথ এশিয়া এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কোম্পানি হলো বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) চায়না অংশের মূল কোম্পানি চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএমসি) বাংলাদেশের স্থানীয় প্রতিষ্ঠান। এই সিএমসি নিজে বিদ্যুৎকেন্দ্রের মালিক হয়ে আবার সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে সন্তুষ্ট করে প্রচলিত আইনের বাইরে গিয়ে বিনা...