গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ইতালীয় অধিকারকর্মী ও ক্যাপ্টেন টমাসো বোর্তোলাজ্জি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসরায়েলি কারাগারে আটক অবস্থায় তিনি শাহাদাত পাঠ করে মুসলমান হন। ৪০ বছর বয়সী এই ইতালীয় নাগরিক ছিলেন মারিয়া ক্রিস্টিনা নামের জাহাজের ক্যাপ্টেন। গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা বন্দর থেকে ফ্লোটিলাটি গাজার উদ্দেশে রওনা দেয়, যার লক্ষ্য ছিল ক্ষুধার্ত ও অসুস্থ ফিলিস্তিনিদের কাছে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া। কিন্তু ১ অক্টোবর রাতে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলোকে আটকে দেয় এবং অধিকারকর্মীদের আটক করে। আটক থাকার পর গত ৪ অক্টোবর ১৩৭ জন অধিকারকর্মীকে তুরস্কে ফেরত পাঠানো হয়। সেদিনই ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বোর্তোলাজ্জি এবং প্রকাশ করেন তাঁর ইসলাম গ্রহণের অভিজ্ঞতা। তিনি বলেন, “ইসরায়েলি কারাগারে মুসলিম তুর্কি সহকর্মীদের ঈমান ও সাহস আমাকে...