আফগানিস্তানের রাজধানী কাবুলে একাধিক শক্তিশালী বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) গভীর রাতে থেকে শুক্রবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এই বিস্ফোরণ শোনা যায়। এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি, তবে সম্ভাব্য বিমান হামলার আশঙ্কা জানিয়েছে স্থানীয় সূত্র। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও পোস্টগুলোতে দেখা গেছে, আকাশে অজ্ঞাত উড়োজাহাজ থেকে আলোকরশ্মি ও গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে হতাহতের সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। তালেবান অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, “ঘটনাটি তদন্তাধীন। জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানাচ্ছি।” এদিকে স্থানীয় সূত্র বলছে, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এই বিস্ফোরণের ঘটনাটি এমন এক সময় ঘটলো, যখন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন।...