লক্ষ্মীপুরে মৎস্য খাতে সেবা দানকারী ও চাষিদের নিরাপদ মৎস্য উৎপাদনে উৎসাহিত করতে ২৫ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আরএমটিপি প্রকল্পের মাধ্যমে মাছ চাষের বিভিন্ন ধাপে উদ্যোক্তাদের এ সম্মাননা ক্রেস্ট, সনদ ও ভাতা দেওয়া হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় পিকেএসএফ’র সহযোগিতায় সোপিরেট এ আয়োজন করে। জেলা শহরের সমসেরাবাদ এলাকায় সোপিরেট কার্যালয়ে হলরুমে এ আয়োজন করা হয়। সোপিরেটের চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর শরীফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। এসময় নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের প্রকল্প ফোকাল আবদুল বাতেন,...