বিএনপির দুই কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির ও তাহসিনা রুশদীর লুনার সমর্থকদের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে বিশ্বনাথ পৌর শহর রণক্ষেত্রে পরিণত হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত চলা ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পৌর শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্যরা অবস্থান করছেন। সংঘর্ষে আহতদের মধ্যে যুবদল নেতা জাহাঙ্গীর আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলুসহ আরও কয়েকজন নেতাকর্মী রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮টায় পৌর শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার বিকালে বিশ্বনাথের দৌলতপুর...