উচ্চ রক্তচাপে (হাইপারটেনশন) ভুগছেন এমন ব্যক্তিদের জন্য নিয়মিত প্যারাসিটামল খাওয়া বিপজ্জনক হতে পারে। সম্প্রতি এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, এই ওষুধটি নিয়মিত সেবনের ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ে গবেষণার ফল প্রকাশের পর বিশেষজ্ঞরা চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা উচ্চ রক্তচাপের রোগীদের দীর্ঘ মেয়াদে প্যারাসিটামল সেবনের পরামর্শ দেওয়ার আগে সতর্ক হন। চিরচেনা প্যারাসিটামল কি সত্যিই নিরাপদ?জ্বর, মাথা ব্যথা, সর্দি-কাশি কিংবা ব্যথা হলেই আমরা অনেকেই প্যারাসিটামল খেয়ে নিই। এটি সহজলভ্য ওষুধ হলেও, উচ্চ রক্তচাপ থাকলে নিয়মিত খাওয়া বিপদ ডেকে আনতে পারে। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, যারা উচ্চ রক্তচাপে ভুগছেন এবং প্রতিদিন প্যারাসিটামল খান, তাদের রক্তচাপ মাত্র চার দিনের মধ্যেই উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। ফলে তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আশঙ্কা অনেক গুণ বেড়ে যায়। গবেষকরা ১১০ জন...