ফ্যাসিবাদবিরোধী ১৭টি ছাত্র সংগঠনের সঙ্গে গোলটেবিল বৈঠক করেছে জাগপা ছাত্রলীগ। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ মরহুম শফিউল আলম প্রধান মিলনায়তনে জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার ও জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের দাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে ছাত্র সংগঠনগুলোর নেতারা বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি ও সাংবিধানিক স্বীকৃতি ছাড়া জাতীয় নির্বাচন হলে বাংলাদেশের ছাত্র সমাজ ও নতুন প্রজন্ম ঝুঁকিতে পড়বে। একই সঙ্গে বাংলাদেশের শাসন ব্যবস্থাও হুমকির মুখে পড়তে পারে।’ছাত্রশিবিরের অফিস সম্পাদক সিফগাতুল্লাহ বলেন, ‘বিগত ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব ছাত্র সংগঠনগুলোকে নিতে হবে। জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জনগণের যে ঐক্য নিশ্চিত হয়েছে, সেটাকে রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে।’সভাপতির বক্তব্যে জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী বলেন, ‘জুলাই সনদের আইনি...