আরও পড়ুন>>সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহরকাইসাহিত্যে নোবেল/ কে এই লেখক লাসলো ক্রাসনাহরকাই১৬তম মুসলিম হিসেবে নোবেল জিতলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ওমরট্রাম্প কি আসলেই শান্তিতে নোবেল পুরস্কার জিতবেন, সম্ভাবনা কতটা? শুনে তার প্রথম প্রতিক্রিয়া ছিল, ‘এটা তো বিপর্যয়ের চেয়েও বেশি,’—হাসতে হাসতে বলেন ক্রাসনাহোরকাই। এটি আসলে স্যামুয়েল বেকেটের বিখ্যাত উক্তির প্রতি একটি রসিক ইঙ্গিত; বেকেটও নিজের নোবেল জয়কে বলেছিলেন ‘একটি বিপর্যয়’। ক্রাসনাহোরকাই ব্যাখ্যা করেন, বেকেট বলেছিলেন ‘কী বিপর্যয়!’ আমি তাই বললাম, ‘বিপর্যয়ের চেয়েও বেশি’। কিন্তু আসলে এটি আনন্দ ও গৌরবের ব্যাপার। আমি খুবই খুশি এবং গর্বিত যে আমি এত মহান লেখক ও কবিদের সারিতে জায়গা পেয়েছি। তিনি পাঠকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি পাঠকদের কাছে কৃতজ্ঞ। আমি চাই সবাই যেন নিজেদের কল্পনাশক্তি ফিরে পায়। কল্পনাশক্তি ছাড়া জীবন সম্পূর্ণ ভিন্ন। বই পড়া ও উপভোগ...