গণমাধ্যমের সমালোচনা করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, 'সেট অব ন্যারেটিভস বারবার পুশ করা হচ্ছে। বারবার আমাদেরকে পেছনে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যে জায়গায় ছিলাম, ওখানে আমাদেরকে টেনে নেওয়া হচ্ছে।' তিনি বলেন, 'যে ন্যারেটিভগুলোতে পা রেখে হাসিনা এতদিন ক্ষমতায় ছিল, সেই ন্যারেটিভগুলোতে আবার ফেরত যাচ্ছে। যে মুখগুলো হারিয়ে গেছিল এক বছরে, তাদের আবার ফেরত আনা হচ্ছে। বিভিন্ন প্লাটফর্মে ফেরত আনা হচ্ছে, সুন্দর সুন্দর নামে ফেরত আনা হচ্ছে, শুধু বিদেশে না—দেশেও।' বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে 'গণমাধ্যমে জুলাই ও তারপর' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে পিআইবির পাঁচটি প্রকাশনা 'তারিখে জুলাই', 'জুলাই গণ-অভ্যুত্থান ও রাজনৈতিক বুদ্ধিজীবিতা', 'নিরীক্ষা: অভ্যুত্থান মিডিয়া বয়ান', 'যে সাংবাদিকদের হারিয়েছি' এবং 'ঘটনাপঞ্জি ২০২৪'...