পাবনা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিবের পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজারী হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট হাজারী জাকিয়া হুমায়রা তমা, সদস্য, আহবায়ক কমিটি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট ইউনিট।প্রধান বক্তা অ্যাডভোকেট হাজারী জাকিয়া হুমায়রা তমা বলেন, “বাংলাদেশের জনগণ আজ পরিবর্তন চায়। তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সাধারণ মানুষ এখন...