গাজা যুদ্ধবিরতি প্রচেষ্টার সফলতার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) টেলিফোনে এই অভিনন্দন জানান। রাষ্ট্রপতির মুখপাত্র রাষ্ট্রদূত মোহাম্মদ আল-শিনাওয়ি তার ভেরিফাইড ফেইসবুক পেইজে জানান, আলাপচারিতায় প্রেসিডেন্ট সিসি গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ট্রাম্পের সাম্প্রতিক প্রচেষ্টার সফলতার জন্য তাকে অভিনন্দন জানান। তিনি মার্কিন প্রেসিডেন্টের আন্তরিকতা ও শান্তি প্রতিষ্ঠায় নিষ্ঠাকে উচ্চ প্রশংসা করেন। অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প গাজা যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক অর্জন’ আখ্যা দিয়ে মিশরের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সাম্প্রতিক শারম আল-শেখ আলোচনার অগ্রগতি এবং যুদ্ধবিরতি চুক্তি অর্জনের ক্ষেত্রে সারা বিশ্বের নজর ছিল মিশরের ওপর। প্রেসিডেন্ট সিসি জানান, এই চুক্তি একটি ঐতিহাসিক পদক্ষেপ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অক্লান্ত ও আন্তরিক প্রচেষ্টার ফল। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। রাষ্ট্রপতির...