চীন ক্রমবর্ধমানভাবে তাইওয়ানকে ঘিরে সামরিক কর্মকাণ্ড বাড়াচ্ছে এবং নতুন অস্ত্র ও প্রযুক্তি উদ্ভাবন করছে। আর এই প্রস্তুতির মূল লক্ষ্য হতে পারে পার্শ্ববর্তী তাইওয়ানে আকস্মিক হামলার সক্ষমতা অর্জন করা। এমন আশঙ্কার কথা জানিয়ে বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক সতর্কতামূলক প্রতিবেদন প্রকাশ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং তাইওয়ানের ওপর সামরিক চাপ নাটকীয়ভাবে বাড়িয়েছে। ২০২২ সালের পর থেকে দ্বীপটির চারপাশে অন্তত ছয় দফা বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে চীনা বাহিনী। প্রতিবেদনে আরও বলা হয়, চীন এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাইওয়ানের সাইবার নিরাপত্তা দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। তারা গুরুত্বপূর্ণ অবকাঠামো ও যোগাযোগব্যবস্থায় দুর্বলতা খুঁজে বের করতে উন্নতমানের স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করছে।আরও পড়ুনআরও পড়ুনফের কেঁপে উঠল ফিলিপাইন, আতঙ্কে লাখ লাখ বাসিন্দা তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষায়, চীন ‘হাইব্রিড যুদ্ধকৌশল’ প্রয়োগ করছে—যার...