এ ঘটনার একটি ২৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে টানেল রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ মাসুদ (৪৪) ও কর্মচারী মো. ফখরুদ্দিনকে (২৯) গ্রেফতার করে পুলিশ। নির্যাতনের শিকার ওই যুবক (৩২) কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা এবং নগরের ওই হোটেলের কর্মী। ভিডিওতে দেখা যায়, এক যুবকের মাথার চুল কেটে শরীরে পোড়া মবিল মাখানো হয়েছে। তার চারপাশে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যাদের মধ্যে রেস্টুরেন্টের মালিকও ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ছবিতে এক ব্যক্তিকে লাঠি হাতে দেখা যায়।আরও পড়ুনআরও পড়ুনমা-মেয়েকে গলা কেটে হত্যা, ৩০ ভরি স্বর্ণালংকার লুট ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকাবাসী ও বিভিন্ন পেশাজীবী ঘটনার নিন্দা জানিয়ে এটিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুদ বলেন, ‘পাঁচ দিন আগে ওই কর্মী...