ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আরোপিত সকল সীমাবদ্ধতা তুলে নিয়েছেন বলে দাবি করেছেন একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে বিশ্লেষকদের মতে, যদি এই সিদ্ধান্ত সত্য হয়, তাহলে এটি ইরানের প্রতিরক্ষা নীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষত, গত জুনে ঘটে যাওয়া সংঘাতের পর তেহরান যে সামরিক দিক থেকে আরও দৃঢ় অবস্থান নিচ্ছে, এই সিদ্ধান্ত সেই বার্তাই বহন করে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বখশায়েশ আরদেস্তানি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উন্নত করেছে এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী আরও উন্নত করবে।আরও পড়ুনআরও পড়ুনতাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন! তিনি জানান, এর আগে সর্বোচ্চ নেতা খামেনি ক্ষেপণাস্ত্রের...