নিচে ধাপে ধাপে দেওয়া হলো জমির মালিকানা যাচাইয়ের সম্পূর্ণ পদ্ধতি— সরকারি ওয়েবসাইট থেকে আপনি জানতে পারবেন—✅ জমির আসল মালিক কে✅ জমির মোট আয়তন কত✅ দাগ নম্বর✅ কত শতাংশ জমি আপনার নামে আছে✅ জমির রেকর্ড কার নামে✅ জমি সরকারি নাকি ব্যক্তিমালিকানাধীন✅ জমির ওপর কোনো মামলা চলছে কি না (অনেক ক্ষেত্রেই দেখা যায়) 1️⃣খতিয়ান ও দাগ তথ্য দেখুন:👉https://e-porcha.com/2️⃣জমি সংক্রান্ত সরকারি তথ্য:👉https://land.gov.bd3️⃣ডিজিটাল খাজনা (ই-নামজারি/ই-খাজনা):👉https://dlrms.land.gov.bd/ ধাপ–২:→ জেলা, উপজেলা, ইউনিয়ন এবং মৌজা নির্বাচন করুন→ এরপর খতিয়ান নম্বর বা দাগ নম্বর দিন→ অথবা নাম দিয়ে সার্চ দিন (যদি থাকে)→ তারপর ‘খতিয়ান দেখুন’ বাটনে ক্লিক করুন ধাপ–৩:আপনার সামনে চলে আসবে—✔️ মালিকের নাম✔️ জমির পরিমাণ✔️ মৌজা ও দাগ✔️ মালিকানা হালনাগাদ (BRS)✔️ জমির শ্রেণী (বসতভিটা/ফসলি/নিষ্কর প্রভৃতি) একজন ব্যক্তি জানান, তার আত্মীয় জমি কিনেছিলেন ১০ লাখ টাকায়। কিন্তু পরে দেখা...