চীনা নাগরিকের সঙ্গে প্রেমের সম্পর্ক গোপন করায় এক মার্কিন কূটনীতিককে চাকরি থেকে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্তে জানা যায়, বরখাস্ত হওয়া ওই ফরেন সার্ভিস অফিসার চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত এক নারীর সঙ্গে গোপনে প্রেমের সম্পর্ক বজায় রেখেছিলেন। যদিও কোনো গুপ্তচরবৃত্তির প্রমাণ মেলেনি, তবু ওই কর্মকর্তা নিজেই স্বীকার করেছেন যে তার প্রেমিকা সম্ভবত কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন। সূত্র জানিয়েছে, ওই নারীর বাবা ছিলেন চীনা কমিউনিস্ট পার্টির এক প্রভাবশালী সদস্য। উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের আমলে স্বাক্ষরিত নতুন এক নির্বাহী আদেশ অনুযায়ী সরকারি কর্মকর্তাদের জাতীয় স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ছিল। এটি সেই আদেশের অধীনে প্রথম বরখাস্তের ঘটনা বলে নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষ। স্টেট ডিপার্টমেন্ট...