হংকংয়ের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেছেন কানাডা প্রিমিয়ার লিগে খেলা শমিত সোম। যোগ করা সময়ের নবম মিনিটে তাঁর গোলে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। যদিও শেষ মুহূর্তে গোল হজম করে শেষ পর্যন্ত ৪–৩ ব্যবধানে হারে স্বাগতিকরা। ম্যাচ শেষে টি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে শমিত বলেন,“হতাশ কিনা জানি না, তবে গোলটা করতে পেরে খুব এক্সাইটেড ছিলাম। বাংলাদেশের হয়ে গোল করতে পারা অনেক সম্মানের। আমি খুশি হতাম যদি আমার গোল না হতো, কিন্তু আমরা জিততাম। তবে দেশের জন্য গোল করতে পেরে গর্বিত। এই অনুভূতি আমি জীবনে কোনোদিন ভুলব না।” শেষ মুহূর্তে সমতা ফিরিয়েও জয় হাতছাড়া হওয়া নিয়ে শমিতের বিশ্লেষণ,“পজিটিভ দিক হলো আগে কখনো চিন্তা করা যেত না ১-৩ পিছিয়ে থেকেও আমরা ফিরে আসব। আমাদের দলে অনেক ক্যারেক্টার আছে, অনেক...