ঢাকা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ-হংকং ম্যাচ দেখতে দর্শকের ঢল নেমেছিল বাংলাদেশের মানুষ খেলাপাগল, বিশেষ করে ফুটবলের বড় ভক্ত সে প্রমাণ আরও একবার রেখেছেন তারা। বৃহস্পতিবার রাতে এএফসি এশিয়ান কাপ বাছাই ফুটবলে বাংলাদেশ-হংকং চায়না ম্যাচ ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। জাতীয় স্টেডিয়ামের গ্যালারি ও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে।খেলা দেখার লক্ষ্যে গতকাল দুপুর থেকেই জাতীয় স্টেডিয়ামমুখে সমর্থকদের ঢল নামে। সাইরেন, ভুভুজেলা আর মিছিলে এক অন্যরকম আবহ সৃষ্টি হয় পল্টন এলাকায়। রাজধানী ঢাকা তো বটেই, হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের ম্যাচ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে ছুটে আসেন ভক্ত-সমর্থকরা। সিলেট, হবিগঞ্জ, কুষ্টিয়া, জামালপুর বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন ভক্তরা। দুই বন্ধুকে সঙ্গে নিয়ে সিলেট থেকে খেলা দেখতে আসেন মান্না চৌধুরী। ম্যাচ শুরুর আগে তিনি জনকণ্ঠকে বলেন, ‘ফুটবল...