রাস্তা নির্মাণের ধরণ বদলে দিয়েছে নেদারল্যান্ডস। দেশটির প্রকৌশলীরা এমন এক অবিশ্বাস্য যন্ত্র উদ্ভাবন করেছেন, যা শ্রমিক ছাড়াই দ্রুত, নিখুঁত ও পরিবেশবান্ধব উপায়ে ইট বসিয়ে রাস্তা তৈরি করতে সক্ষম। এই যন্ত্রের নাম‘টাইগার স্টোন’ (Tiger Stone)। দেখতে অনেকটা বিশাল প্রিন্টারের মতো এই রোবট ওপর দিক থেকে ইট নেয় এবং নিচে সারি সারি করে নিখুঁতভাবে বসিয়ে দেয়— যেন রাস্তা প্রিন্ট হচ্ছে স্তর ধরে স্তর। মাত্র কয়েকজন কর্মী উপরে থেকে ইট সরবরাহ করলেই মেশিনটি নিজে থেকেই পুরো রাস্তা পেতে পারে। প্রচলিত পদ্ধতিতে যেখানে ডজনখানেক শ্রমিককে ঘণ্টার পর ঘণ্টা ঝুঁকে কাজ করতে হয়, সেখানে এই রোবট সময় ও শ্রম দুই-ই বাঁচায়। এটি এক দিনে প্রায়৪০০ বর্গমিটার পর্যন্ত রাস্তা পেতে সক্ষম, যা হাতে কাজের তুলনায় কয়েকগুণ দ্রুত ও নিখুঁত। ফলে কর্মীদের শারীরিক কষ্ট কমে, উৎপাদনশীলতা বাড়ে...