বিজ্ঞানীরা এবার এমন এক চিকিৎসা উদ্ভাবন করেছেন যা আলঝেইমারের মতো দুরারোগ্য স্মৃতিভ্রংশ রোগও উল্টে দিতে পারে! স্পেন ও চীনের একদল গবেষক তৈরি করেছেন বিশেষ ধরনের ন্যানোপার্টিকল, যা মস্তিষ্কের ক্ষতিকর আলঝেইমার প্ল্যাক দূর করার পাশাপাশি মস্তিষ্কের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও মেরামত করে। এই যুগান্তকারী গবেষণাটি প্রকাশিত হয়েছেSignal Transduction and Targeted Therapyজার্নালে। গবেষণায় দেখা গেছে, মাত্র তিনটি ইনজেকশন দেওয়ার পর এই “সুপ্রামলিকিউলার ড্রাগস” ইঁদুরের মস্তিষ্ক থেকে ৬০ শতাংশ পর্যন্ত অ্যামিলয়েড-বেটা প্ল্যাক মাত্র এক ঘণ্টার মধ্যেই পরিষ্কার করে ফেলে। আরও অবাক করা বিষয় হলো—যেসব ইঁদুর ছয় মাস ধরে মারাত্মক স্মৃতিভ্রংশে ভুগছিল, তারা ছয় মাসের মধ্যেই আবার স্বাভাবিক আচরণে ফিরে আসে—অর্থাৎ ছয় মাসের মানসিক অবনতি পুরোপুরি উল্টে যায়। গবেষণার সবচেয়ে বড় অগ্রগতি হলো ব্লাড–ব্রেইন ব্যারিয়ার (BBB)–এ কাজ করা। এই ব্যারিয়ারটি সাধারণত মস্তিষ্ককে বিষাক্ত...