যা শুনলে মনে হতে পারে কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প—কিন্তু এটি একেবারেই বাস্তব। জাপানের গবেষকরা এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) তৈরি করেছেন, যা এখন মুরগির ডাক শুনে তাদের আবেগ ও অনুভূতি শনাক্ত করতে সক্ষম! ‘ডিপ ইমোশনাল অ্যানালাইসিস লার্নিং (Deep Emotional Analysis Learning)’ নামের এক বিশেষ প্রযুক্তি ব্যবহার করে গবেষকরা ৮০টি মুরগির বিভিন্ন ধরণের শব্দ বা ডাক রেকর্ড করেন। এরপর সেই শব্দগুলোকে তাদের আচরণগত সংকেতের সঙ্গে মিলিয়ে একটি শক্তিশালী অ্যালগরিদম তৈরি করা হয়। এই AI এখন মুরগির ভয়, ক্ষুধা, উদ্বেগ, উত্তেজনা, কিংবা আরামবোধের মতো অনুভূতি আলাদা করে শনাক্ত করতে পারে — এবং সেটিও আশ্চর্যজনক নির্ভুলতায়! গবেষক দলটি জানায়, প্রতিটি মুরগির ডাক আসলে তাদের মানসিক অবস্থার ইঙ্গিত বহন করে।AI সেই শব্দগুলোর ফ্রিকোয়েন্সি, প্যাটার্ন ও টোন বিশ্লেষণ করে মুরগির মানসিক অবস্থা নির্ধারণ করে।উদাহরণস্বরূপ—🐣...