ছবি: সালাউদ্দিন জামিল সৌরভ, কেন্দ্রীয় সদস্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান অঞ্চল দীর্ঘদিন ধরেই এক গভীর সংকটের মুখোমুখি—এ সংকট শুধুই প্রাকৃতিক নয়, এটি একটি পরিকল্পিত, বহুপক্ষীয় ও সুদূরপ্রসারী রাজনৈতিক সংকট। বিশেষ করে তিস্তা নদীর অববাহিকার মানুষ বছরের পর বছর ধরে চরম অনিশ্চয়তা, দুর্দশা ও বিপর্যয়ের মধ্যে বসবাস করছে। নদীর স্বাভাবিক প্রবাহ ধরে রাখা তো দূরের কথা, শুষ্ক মৌসুমে পানি প্রায় অস্তিত্বহীন হয়ে পড়ে। অথচ বর্ষায় হঠাৎ গেট খুলে দেওয়া হয়, ফলে তৈরি হয় ভয়াবহ বন্যা। এই চক্রবদ্ধ বিপর্যয় যেন উত্তরাঞ্চলের মানুষের জীবনে এক নিত্যদিনের ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়েছে। দুঃখজনক হলেও সত্য, এ দেশের কোনো সরকারই এখন পর্যন্ত তিস্তা সংকটের কার্যকর সমাধান দিতে পারেনি। অতীতের সরকারগুলোর নানা উচ্চপর্যায়ের বৈঠক, প্রতিশ্রুতি কিংবা আন্তর্জাতিক আলোচনা শেষতক ফলপ্রসূ হয়নি। আজ যখন দেশে একটি...