রাজশাহীতে চলমান আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস টুর্নামেন্টের বালক এককের সেমিফাইনালে দাপুটে জয় নিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের জারিফ আবরার। বৃহস্পতিবার রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত সেমিফাইনালে হংকংয়ের শিব মোহনের বিপক্ষে বড় জয় পায় জারিফ।খেলার শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলার তারকা জারিফ। প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে সরাসরি ২-০ সেটে (৬-৩, ৬-২) জয় তুলে নেয় বাংলাদেশের এই তরুণ তারকা। একই সময়ে এক নম্বর কোর্টে অনুষ্ঠিত অপর সেমিফাইনালে ভারতের নাভ রবি কুটারীকে ২-০ সেটে (৬-২, ৬-২) হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে থাইল্যান্ডের নাপাত পাটানালের থাপান। অন্যদিকে বালিকাদের এককে প্রথম সেমিফাইনালে এক নম্বর কোর্টে মালদ্বীপের...