শ্রমিকদের বকেয়া পরিশোধ না করলে মালিকদের ছাড় দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ড. এম সাখাওয়াত হোসেন বলেন, কাজের জায়গায় হেনস্তা, বিশেষ করে নারী শ্রমিকদের হেনস্তা করার বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। শ্রমিকদের ব্ল্যাক লিস্ট করা যাবে না। মালিক পক্ষ এটা করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে হবে। মাতৃত্বকালীন ছুটি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, শ্রম মন্ত্রণালয় আগের থেকে অনেক এগিয়ে গেছে।...