বুধবার গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পার্শ্ববর্তী থানা ভাণ্ডারিয়া জুনিয়া গ্রামের মো. হাসান তালুকদার (২৪), সুমন মিয়া (২৮), মো. সোহাগ মিয়াকে (২৬) এ অর্থদণ্ড দেন। জানা গেছে, বুধবার রাতে উপজেলার তুষখালী বলেশ্বর নদীর মোহনায় মা ইলিশ রক্ষার অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার মিটার জাল উদ্ধার করে উপজেলা মৎস্য বিভাগ। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের মৎস্য সুরক্ষা আইন, ১৯৫০ অনুযায়ী প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৪৫...