গাজায় চলমান গণহত্যা বন্ধে নেওয়া পদক্ষেপ ও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরীহ বেসামরিক মানুষ হত্যা বন্ধে যেকোনো পদক্ষেপ বা উদ্যোগকে তারা সমর্থন করে। বিবৃতিতে মন্ত্রণালয় ৬ অক্টোবরের ঘোষণার কথা স্মরণ করিয়ে দিয়ে জানায়, ইরান সব সময় এমন সব উদ্যোগকে সমর্থন করেছে, যা গণহত্যার অবসান, দখলদার ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার, মানবিক সহায়তা পৌঁছে দেওয়া, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সহায়ক। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ফিলিস্তিনিদের বৈধ আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে ইরান সব সময় অবস্থান নিয়েছে এবং গত দুই বছরে তারা তাদের কূটনৈতিক সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করেছে—বিশেষত আঞ্চলিক পরিসরে, ইসলামী সহযোগিতা সংস্থা (OIC) ও জাতিসংঘে—ইসরায়েলি দখলদার বাহিনী ও তাদের সমর্থকদের ওপর চাপ সৃষ্টির জন্য, যেন তারা গণহত্যা...