ইন্দোনেশিয়া সরকার ঘোষণা করেছে, জাকার্তায় অনুষ্ঠিতব্য জিমন্যাস্টিকস বিশ্বচ্যাম্পিয়নশিপে ইসরায়েলি ক্রীড়াবিদদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটি দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে আসছে, আর সেই অবস্থানের ধারাবাহিকতায়ই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, আগামী ১৯ অক্টোবর থেকে জাকার্তায় শুরু হতে যাচ্ছে বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ। ৮৬টি দেশ এতে অংশ নেবে। প্রতিযোগীদের মধ্যে রয়েছেন টোকিও অলিম্পিকের স্বর্ণপদকজয়ী ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আরতেম দোলগোপিয়াত যার ইসরাইলের পক্ষে অংশ নেওয়ার কথা ছিল। তবে ইসরায়েলের অংশগ্রহণ এখন অনিশ্চিত। কারণ, দেশটির আইনমন্ত্রী ইউস্রিল ইহজা মাহেন্দ্র স্পষ্ট জানিয়েছেন, “ইসরায়েলি খেলোয়াড়দের কোনো ভিসা দেওয়া হবে না।” তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যদিও জাতিসংঘে সাম্প্রতিক এক ভাষণে প্রেসিডেন্ট সুবিয়ান্তো...