আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েকটি বিকট বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার রাত পেরিয়ে আজ শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতের শুরুতে এ শব্দ শোনা যায়। স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোনো বিমানের মাধ্যমে বিমান হামলা চালানো হয়েছে। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সম্ভাব্য বিমান হামলার ব্যাপারে তদন্ত করা হচ্ছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আজ এক ঐতিহাসিক সফরে ভারতে গেছেন। সেখানে তিনি ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। এরইমধ্যে দেশটির রাজধানী কাবুলে বিমান হামলার তথ্য শোনা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করেছেন, পাকিস্তানের যুদ্ধবিমান এ হামলা চালিয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেন নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালেবানের (টিটিপি) ফাইটারদের পাকিস্তান সীমান্ত থেকে সরাতে আফগানিস্তান তাদের কাছে অর্থ...