গাজায় যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে হামাস ও ইসরায়েলের একমত হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধ করতে গেল সপ্তাহে ট্রাম্প যে ২০ দফা হাজির করেছিলেন, তারই ধারাবাহিকতায় এ অগ্রগতির খবর এল। গাজায় ইসরায়েলি হামলায় ৬৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েলি হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এর মধ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। রাত সোয়া ১১টার দিকে ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, সব বন্দি ‘অচিরেই’ মুক্তি পাবেন এবং ইসরায়েল তাদের সেনাদের চুক্তি মেনে নির্ধারিত এলাকায় প্রত্যাহার করে নেবে। এর ঠিক কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প সাংবাদিকদের বলেন, শান্তিচুক্তির পরিকল্পনা এগিয়ে নিতে রোববারই মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার জন্য তিনি প্রস্তুত...