নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীকের দাবির বিষয়ে ইসির সভায় সিদ্ধান্ত আসতে পারে। বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির বৈঠক বিষয়ে ইসি সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।এদিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বিকেলে আড়াই ঘণ্টা বৈঠক করেন এনসিপির তিন নেতা। পরে শাপলা প্রতীকের দাবি নিয়ে সাংবাদিকদের কাছে ইসির বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন প্রতিনিধি দলের নেতা ও এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।এরপর নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের সঙ্গে তার কার্যালয়ে রাত ৮টা পর্যন্ত আলাদা বৈঠক করেন এনসিপির তিন নেতা।একই সময়ে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ও নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বৈঠক করেন। বৈঠক...