ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার সংস্কৃতিকর্মী শামীম আশরাফের হাতে ফিলিস্তিনের পতাকা থাকা নিয়ে সমালোচনার মধ্যে পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “অভ্যন্তরীণ কারণে এবং দায়িত্ব অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন।” প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যদের মধ্যে এসআই আল আমিন এবং চার কনস্টেবল রয়েছেন। কনস্টেবলদের নাম তাৎক্ষণিক জানা যায়নি। ধর্ম অবমাননার অভিযোগে কবি ও সংস্কৃতিকর্মী শামীম আশরাফকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ বলছে, সোমবার সকাল ১১টার দিকে ‘শামীম আশরাফ’ নামের একটি ফেইসবুক পেইজ থেকে লেখা হয়, “আমার স্ট্যাটাসের ভাষাগত বৈচিত্র্য ইচ্ছে করেই আনছি। আর দুয়েকদিন গালিময় স্ট্যাটাস দেখা যাবে। মাত্র দুয়েকদিন ধৈর্য ধরুন, প্লিজ। এরপর ভালো হয়ে...