সব ওয়াইফাই নেটওয়ার্ক পাসওয়ার্ড-প্রটেক্টেড হলেও বেশিরভাগ রাউটার প্রস্তুতকারী কোম্পানি পাসওয়ার্ড ছাড়া নেটওয়ার্কে প্রবেশের বিকল্প সুবিধা রেখেছে। অবশ্য এই সুবিধাগুলো ব্যবহারকারীর অনুমতি ছাড়া প্রয়োগ করলে আইনগত সমস্যা দেখা দিতে পারে; তাই যে কোনো নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার আগে সংশ্লিষ্ট অনুমতি নেওয়া উচিত। পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করার কয়েকটি জনপ্রিয় উপায় আছে। প্রথমটি ডব্লিউপিএস (WPS) ব্যবহার করা। রাউটারের WPS সক্রিয় থাকলে পাসওয়ার্ড ছাড়া ডিভাইস লগইন করতে পারে। করতে হবে— স্মার্টফোনে সেটিংস খুলে নেটওয়ার্ক বিভাগে গিয়ে ওয়াইফাই নির্বাচন, এরপর অ্যাডভান্সড সেটিংসে গিয়ে ‘Connect by WPS Button’ অপশনটি নির্বাচন করা। এরপর রাউটারের WPS বাটন চাপলে প্রায় ত্রিশ সেকেন্ডের মধ্যে স্মার্টফোনটি সেই নেটওয়ার্কে সংযুক্ত হয়ে যাবে এবং পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে ওই রাউটারের সঙ্গে সংযোগ বজায় রাখবে। কিছু রাউটারে গেস্ট মোডের সুবিধা থাকে; এটি সাময়িকভাবে সক্রিয় করে অতিথিকে...