টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান করে নিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর এনএসইউ র্যাংকিংয়ের ৮০১–১০০০ ব্যান্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে স্থান পেয়েছে। ২০২৬ সংস্করণের এই র্যাংকিংয়ে বিশ্বের ১১৫টি দেশের ২ হাজার ১৯১টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে। এ বছর মোট ১৯টি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় এ তালিকায় স্থান পেয়েছে। গত বছরও এনএসইউ বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে অন্য চারটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এক ব্যান্ডে ছিল। এ বছর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ র্যাংকপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোর দলে যুক্ত হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “এই অর্জন আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাবেক শিক্ষার্থীদের...