গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে রাজু নামের এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনের উত্তরে নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে রাজু নামের এক যুবক গুরুতর আহত হন। দুর্ঘটনায় রাজুর দুই পায়ে গুরুতর আঘাত লাগে এবং একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।টঙ্গী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ আলী জিন্না বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা, অসতর্কতার কারণে ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে রাজু নামের...