ইসরাইল ও হামাস গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্যায় বাস্তবায়নে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে দুই বছরের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী এ যুদ্ধের অবসান হওয়ার একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। এই যুদ্ধবিরতি চুক্তি সইকে স্বাগত জানিয়েছেন বিশ্বের বিভিন্ন নেতারা। যুদ্ধে অবর্ণনীয় নৃশংসতার শিকার হয়েছেন ফিলিস্তিনিরা। তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে পুরো বিশ্ব। অন্যদিকে বিশ্বজুড়ে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ হয়ে উঠেছে নিয়মিত ঘটনা। এছাড়া হামাসকে নির্মূলে ইসরাইলি প্রধানমন্ত্রীর স্বপ্নও কার্যত অপূর্ণ রয়ে গেছে বলে মনে হচ্ছে।বৃহস্পতিবার মিসরে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে চুক্তি হয়। ইসরাইল জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া হবে। খবর বিবিসি আলজাজিরা, এনপিআর, ইন্ডিয়া টুডে ও জেরুজালেম পোস্টের।গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে গাজায় যুদ্ধবিরতির আহ্বান...