দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলেই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।বৃহস্পতিবার (০৯ অক্টোবর) টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করটিয়া বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে, দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছে। আশা করছি, নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের অধিকার ফিরে পাবে। নির্বাচন নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র দেশের জনগণ প্রতিহত করবে।তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে আজ গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। কেউ যেন সেটাকে (নির্বাচন) ভিন্নখাতে পরিচালিত করতে না পারে, সে দিকে আপনারা সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন। দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও গণতন্ত্র পুনরুদ্ধারে...