রাজধানীর লালমাটিয়ায় ‘মব’ সৃষ্টি করে প্রকাশ্যে পুলিশ পিটিয়ে জুলাই আন্দোলনের ছাত্র হত্যার পাঁচ মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ হওয়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তফাকে ছিনিয়ে নেওয়ার নেতৃত্ব দেন আওয়ামী লীগেরই আরেক নেতা আনিসুর রহমান সোহাগ। তার বিরুদ্ধেও জুলাই আন্দোলনের ১১টি হত্যা ও হত্যা চেষ্টা মামলা রয়েছে। আসামি ছিনিয়ে নেওয়ার এ মিশন বাস্তবায়নে সোহাগকে সহায়তা করেন দুই সহযোগী- আরিফুল হাসান মীর সাগর ও সোহেল শাহরিয়ার। আর পুরো মিশন বাস্তবায়নে ১৭ জন সরাসরি হামলায় নেতৃত্ব দেন। পলাতক আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফাসহ অন্যরা যেন দেশ ত্যাগ করতে না পারে সে লক্ষে পুলিশের বিশেষ শাখায় (এসবি) প্রতিবেদন দেওয়া হয়েছে। পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়া মামলার অভিযোগপত্রে (চার্জশিট) এসব তথ্য উঠে এসেছে। গত ২৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছেন...