নিজস্ব প্রতিবেদকঃরাজধানীর শেরে বাংলা নগর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে গত কয়েকদিন ধরে বিএনপি নেতা আফাজ উদ্দিনকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। রাতের বেলায় এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে আফাজ উদ্দিন নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, “আমার স্ত্রী অসুস্থ ছিলেন। তাকে দেখতে ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভানেত্রী হাসপাতালে আসেন। হাসপাতাল থেকে বের হওয়ার সময় দারোয়ান বাঁধা দিলে সেখানে হট্টগোল হয়। খবর পেয়ে আমি সেখানে যাই। উপস্থিত দুই পক্ষই উত্তেজিত ছিল। আমি তাদের বোঝাই, তিনি আমাদের নেতা। এরপর বিষয়টি হাসপাতালের দায়িত্বশীলদের জানানো হয় এবং দারোয়ান ক্ষমা চায়। ঝামেলা শেষে আমি আমার স্ত্রীর কাছে ফিরে যাই। এ ঘটনাগুলো আসলে নোংরা রাজনীতির অংশ।” ঘটনার সময়...