হংকংয়ের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তের গোল হজম করে ৪–৩ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুরুতে এগিয়ে থেকেও জয় বা অন্তত ড্র ধরে রাখতে না পারার হতাশা যেন গিলে খেল পুরো দলকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের দায় নিজের কাঁধেই নিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। ‘আমি সব দায় নিচ্ছি, পুরো দলও নিচ্ছে। সবচেয়ে বেশি দায় আমারই,’ বলেন কাবরেরা। তিনি আরও যোগ করেন, ‘এই হারের কারণ বোঝানো কঠিন। তবে শুরুটা ভালো ছিল, প্রথম পাঁচ মিনিটের পর আমরা দুর্দান্ত খেলেছি। আমার কোচিং ক্যারিয়ারে বাংলাদেশের এটিই সম্ভবত সেরা প্রথমার্ধ।’ ম্যাচের শুরুতে ফ্রি–কিক থেকে হামজা চৌধুরীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে হংকং ম্যাচে ফিরলে দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ৩–১ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা। এরপর শেখ মোরসালিন ও শমিত সোমের গোল...